আপনাদের প্রতি আমার অন্তরের গভীর থেকে অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনারা আমাকে শুধু সাথে নিয়ে থাকেননি, বরং প্রতিটি ধাপে উৎসাহ, সহানুভূতি ও দিকনির্দেশনা দিয়ে এই পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করেছেন।
আপনাদের সুপরামর্শ আমার জীবনের এক অমূল্য সম্পদ হয়ে থাকবে।
প্রতিটি মুহূর্তে আপনারা আমাকে মনে করিয়ে দিয়েছেন— জ্ঞান অর্জনের এই মহান যাত্রা কখনো থেমে থাকা উচিত নয়।
আপনাদের আন্তরিক সহযোগিতা, ধৈর্য এবং ভালোবাসা আমার জন্য এক বিরাট শক্তি।
আমি আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি—
তিনি যেন আপনাদের নেক হায়াত দান করেন, ঈমান, ইলম ও আমলের বরকত বৃদ্ধি করেন।
আর আমাদের প্রিয় প্রতিষ্ঠান মারকাজুন নুর অনলাইন কওমি মাদ্রাসা-কে যেন দ্বীনের খেদমতে আরও উন্নতি, রহমত ও বরকতে পরিপূর্ণ করেন।
আল্লাহ তায়ালা যেন এই মাদ্রাসাকে দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণ ও হিদায়াতের উজ্জ্বল বাতিঘর বানিয়ে দেন।
আমীন, ইয়াআল্লাহ।
শুকরিয়া আল্লাহ তায়ালার, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করেছেন, মারকাজুন নূর অনলাইন কওমি মাদ্রাসা। আমি যদি শুরু থেকে বলি, তবে আমি এই প্রতিষ্ঠানে শরহে বেকায়া জামাতে ভর্তি হয়েছিলাম এবং এখান থেকে বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করি।
আলহামদুলিল্লাহ, আমার বেফাক রেজাল্ট এত ভালো এসেছে, যেটা আমি সত্যিই বুঝাতে পারব না। এটি আল্লাহ তায়ালার অসীম দয়া এবং আমাদের উস্তাদদের কঠোর পরিশ্রমের ফল। আমি ভাবতাম হয়তো আমার আর পড়াশোনা হবে না, কিন্তু মারকাজুন নূর অনলাইন কওমি মাদ্রাসা পেয়ে, এখন আমি নিজের উপর বিশ্বাস রাখতে পারি এবং আশা করি যে আমি ইনশাআল্লাহ দাওরা পর্যন্ত শেষ করতে পারব।
আলহামদুলিল্লাহ!
মো: নাঈমুল ইসলাম
বরিশাল,পিরোজপুর
আসসালামু আলাইকুম
আমি মোঃ জুবায়ের আহমদ
আমি যদি শুরু থেকে বলতে চাই তাহলে হয়তো আপনারা বুঝবেন. আমি শুধু কুরআন তেলাওয়াত শুনতাম খুব ইচ্ছা ছিল আমি কোরআন টা দেখে দেখে পড়বো কিন্তু এত ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে বয়সের কারণে কোন কিছুই করতে পারছি না পারতেছি আল্লাহ তাআলার কোরআনটা শিখার জন্য না পারতেছি আল্লাহ তায়ালার ইবাদতের মধ্যে মনোযোগ দেওয়া কোন কিছুই আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না এদিক দিয়ে আমার বয়সটাও অনেক বেশি যে মাদ্রাসায় যে যে পড়বো সে অবস্থাও আমার মধ্যে ছিল না. এরপর একদিন হঠাৎ করে এই মাদ্রাসার এড আমার সামনে আসে ভর্তি হওয়ার আগে কনফিউশনে ছিলাম যে ভর্তি হবো কিনা ভর্তি হলে উপকার হবে কিনা ভর্তি হলে উপকার হবে কিনা. আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে. আমি যেটা কল্পনাও করতে পারিনি সেটা হয়ে গিয়েছে সবকিছু আল্লাহ তায়ালার শুকরিয়া এবং এই মাদ্রাসার সকল ওস্তাদদের প্রতি কৃতজ্ঞতা. আমি এখন কোরআন পড়তে পারি এবং অলরেডি আমার তিন পাড়া মুখস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ. আমি মনে করি মার্কাজুন নূর অনলাইন কওমি মাদ্রাসার শিক্ষকগণরা অনলাইনে থেকেও আমাদেরকে যে পরিমাণ গাইডলাইন দেয় যে পরিমাণ তদারকি করে. এর প্রতিদান আমরা কোন কিছু দিয়েই শেষ করতে পারবো না. এখন আমি কিতাব বিভাগের মিজান জামাতের ভর্তি হয়েছি ইনশাল্লাহ আমার নিয়ত আছে এই মাদ্রাসা থেকেই দাওরায়ে হাদিস শেষ করবো ইনশা-আল্লাহ।
নাম জুবায়ের আহমদ
বলদি দক্ষিণ সুরমা সিলেট
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেখা পড়া হয় , মারকাজুন নূর অনলাইন কওমি মাদ্রাসায় এই বছরে আমি শরহে -বেকায়া জামাত অধ্যয়ন করেছি
মোঃ মুহসিন বিল্লাহ
চর জগন্নাথপুর, জগন্নাথ পুর, কুমার খালী,কুষ্টিয়া
আলহামদুলিল্লাহ আমি (শরহে বেকায়া) জামাতে মারকাজুন নুর অনলাইন কওমি মাদ্রাসায় পড়েছি এবং বেফাক পরিক্ষায় অংশগ্রহণ করেছি. আমি গর্বিত এমন একটি প্রতিষ্ঠান পেয়ে. আমি আলিয়া মাদ্রাসার একজন স্টুডেন্ট অনেকদিন যাবত ভাবতেছি কিভাবে দাওরাটা শেষ করব কোন প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে এই মার্কা জন্য অনলাইন কোন মাদ্রাসার সন্ধান পেয়েছি. ওস্তাদদের আন্তরিকতা প্রতিদিন ক্লাস আমি বাসায় বসেও ওস্তাদদের প্রচুর পরিমাণে তদারকি পেয়েছি আলহামদুলিল্লাহ।
মোঃ মাহমুদুল হাসান
গাজীপুর জয়দেবপুর
আলহামদুলিল্লাহ আমি মারকাজুন নূর অনলাইন কওমিয়া মাদ্রাসায় অল্প সময় পড়ে কওমিয়ার কিতাব কুরআন হাদিস মোতামুটি বুঝতে পারছি ইনশাল্লাহ
আমার পক্ষ থেকে এই মাদরাসার জন্য আল্লাহর কাছে ফরিয়াত জানায়।আমিন