আপডেট

থার্টিফার্স্ট নাইট: আনন্দ নয়, আত্মসমালোচনার রাত

জানুয়ারি ০১, ২০২৬ Uncategorized
থার্টিফার্স্ট নাইট: আনন্দ নয়, আত্মসমালোচনার রাত

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা,

আজ থার্টিফার্স্ট নাইট—
একটি বছর আমাদের জীবন থেকে চুপচাপ চলে যাওয়ার রাত।
একটু ভেবে দেখুন তো—
এই বছরে কত নামাজ আমরা কাজা করেছি?
কতবার আল্লাহকে ভুলে গুনাহে লিপ্ত হয়েছি?
আর কত মানুষ এই বছর আমাদের মাঝ থেকে কবরে চলে গেছে—
কিন্তু আমরা এখনো সময় পাচ্ছি… আলহামদুলিল্লাহ।
কিন্তু দুঃখের বিষয় হলো—
এই রাত এলেই আমরা আল্লাহকে স্মরণ করার বদলে
গান-বাজনা, ডিজে পার্টি, আতশবাজি আর নফসের আনন্দে মেতে উঠি।
📖 আল্লাহ তায়ালা বলেন:
“নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই।”
(সূরা আল-ইসরা : ২৭)
ভাই ও বোনেরা,
ইসলামে থার্টিফার্স্ট নাইটের কোনো উৎসব নেই।
এটা আনন্দের রাত নয়—
এটা হিসাবের রাত, আত্মসমালোচনার রাত।
📖 আল্লাহ তায়ালা আরও বলেন—
“হে মুমিনগণ! আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে দেখে নেয় সে আগামী দিনের জন্য কী পাঠিয়েছে।”
(সূরা আল-হাশর : ১৮)
একবার ভেবে দেখুন—
যদি আজ রাতটাই আমাদের জীবনের শেষ রাত হয়?
যদি আজ রাতেই মালাকুল মউত এসে যায়?
তাহলে আমরা কী অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবো?
📜 রাসূল ﷺ বলেন—
“বুদ্ধিমান সে ব্যক্তি, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে।”
(তিরমিজি : ২৪৫৯)
ভাই ও বোনেরা,
এখনো সময় আছে।
এই রাতে আসুন—
🤲 আল্লাহর কাছে তওবা করি,
😢 চোখের পানি ফেলে ক্ষমা চাই,
🕌 দৃঢ় নিয়ত করি—
আগামী বছর নামাজ ছাড়বো না,
হারাম ছাড়বো,
দ্বীনের পথে চলবো।
📖 আল্লাহ তায়ালা বলেন—
“হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছো! তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”
(সূরা যুমার : ৫৩)
🤲 দোয়া:
হে আল্লাহ,
আমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দিন।
আমাদের বাকি জীবনটাকে আপনার পছন্দমতো গড়ে নেওয়ার তাওফিক দিন।
ভাই ও বোনেরা,
থার্টিফার্স্ট নাইটকে গুনাহের রাতে পরিণত করবেন না।
এটাকে বানান—
✨ তওবার রাত
✨ ইবাদতের রাত
✨ নতুন করে আল্লাহর দিকে ফিরে আসার রাত
🤍 আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দিন।
আমিন।
হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট