
🕋 মর্যাদা কি দুনিয়ার পদবিতে, নাকি আল্লাহর কাছে প্রিয় হওয়ায়?
এই দুনিয়ায় কারো মর্যাদা যতই উঁচু হোক না কেন,
আল্লাহর কাছে যদি সে মূল্যহীন হয় – তবে সে সত্যিকারের অপদস্থ।
আবার কেউ হয়তো দুনিয়ায় অচেনা, সাধারণ –
কিন্তু আল্লাহর কাছে সে এতটাই প্রিয়,
যে তাঁর দোয়া, তাঁর চোখের পানি, তাঁর বিনয়ই আকাশকে কাঁপিয়ে তোলে।
🌟 আসল সম্মান হলো তাকওয়া ও ইখলাসে।
মানুষের চোখে নয়, আল্লাহর দরবারে সম্মান পাওয়াই আসল সফলতা।
📢 মারকাজুন নূর অনলাইন কওমি মাদ্রাসা
📘 তাকমীল জামাত (দাওরায়ে হাদীস) এ ভর্তি চলছে..
📌 সময়মতো ভর্তি হয়ে ইলম ও আমলের কাফেলায় যুক্ত হোন।
🌐 বিস্তারিত: http://www.mnoqm.com